কালের খবরঃ
‘ভরবো মাছে মোদের দেশ গড়ব স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।এ উপলক্ষে আজ মঙ্গলবার (৩০ জুলাই) জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সাজদার রহমান ।বিশেষ অতিথির বক্তব্য দেন দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. খালিদুজ্জামান।জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
এতে গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, বিআরডিবি কর্মকর্তা সহ সুফল ভোগীরা উপস্থিত ছিলেন।এর আগে গোপালগঞ্জ সদর উপজেলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়।
দ্বিতীয় দিন আগামীকাল বুধবার (৩২ জুলাই) গোপালগঞ্জ হেলিপ্যাড সংলগ্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হবে।এরপর ব্যানার ফেস্টুন সহযোগে সড়কে বের করা হবে র্যালী। র্যালী শেষে জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা এবং সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এদিন বিকেলে শহরের বড় মাছ বাজারে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।তৃতীয় দিন বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামে সকল অংশীজনের অংশগ্রহনে মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
চতুর্থ দিন শুক্রবার সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় পুকুর/জলাশয়ের পানির ভৌত রাসায়নিক গুনাগুন পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে এদিন বিকেলে ‘‘নিরাপদ প্রানিজ আমিষের প্রধান উৎস্য হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুনদের ভাবনা”শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হবে।
পঞ্চম দিন শনিবার গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে মৎস্য বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।পরে ওই গ্রামে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় পুকুর/জলাশয়ের পানির ভৌত রাসায়নিক গুনাগুন পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে। ষষ্ঠ দিন রবিবার গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে সুফলভোগীদের প্রশিক্ষণ ও মাছচাষের উপকরণ বিতরণের আয়োজন করা হয়েছে ।সপ্তম দিন সোমবার বিকেলে জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply