কালের খবরঃ
শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গোপালগঞ্জ জেলা বাজুসের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে ডিসি রোডের স্বর্ণপট্রি থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ করে। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। নবগঠিত কমিটির সভাপতি মোঃ নুরুল আহসান হুসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র ভক্ত, সহসভাপতি পংকজ বনিক (মন্টু), মহাদেব সরকার, জয়দেব ঘোষ প্রমূখ।
পরে সংগঠনের সদস্যরা কেক কেটে ও মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করেন। এর আগে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।এসব অনুষ্ঠানে গোপালগঞ্জ সম্মিলিত ব্যাবসায়ী সমিতির সভfপতি ফরিদ আহমেদসহ বিভিণ্ন ব্যাবসীয়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতি মোঃ নুরুল আহসান হুসাইন তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশের স্বনামধন্য ব্যাবসায়ী ও বসুন্ধরা গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বাংলাদেশের সকল স্বর্ণ ব্যাবসায়ীদের একত্রিত করতে সক্ষম হয়েছেন। তার নেতৃত্বে আজ স্বর্ণ ব্যাবসায়ীরা বৈধতা পেয়েছেন। এখন আমরা নির্ঝঞ্জাট ভাবে ব্যাবসা বাণিজ্য করতে পারছি । প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমরা সায়েম সোবহান আনভীরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply