কালের খবরঃ
এলাকার এক সংবাদকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) পোষ্ট করে এক শারীরিক প্রতিবন্ধী দরিদ্র পরিবার অভাব অনটনের মধ্যে দিনাতিপাত করছেন। ঘরের চাল ছিদ্র বৃষ্টিতে ভিজছে। এই পোষ্টটি চোখে পড়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনুর আক্তারের। বিষয়টি গুরুত্ব দিয়ে ছুটে যান সেই হতদরিদ্র প্রতিবন্ধী অমর মন্ডলের বাড়ি।
সোমবার (১৫জুলাই) বিকেলে কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল গ্রামের হতদরিদ্র অমর মন্ডলের বাড়ি গিয়ে তার পারিবারিক ও শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে প্রাথমিক ভাবে তার হাতে তুলে দেন নগদ ছয় হাজার টাকা, সমাজ সেবার মাধ্যমে ৫ হাজার টাকার চেক, দুই বান্ডিল ঢেউটিন, ২০কেজি চাল, ১কেজি ডাল, ১লিটার তেল, ২প্যাকেট সেমাই, ১কেজি চিনি, ১কেজি লবন ও প্রয়োজনীয় গুড়া মশলা তুলে দেন ইউএনও শাহীনুর আক্তার। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান শুভ, সমবায় কর্মকর্তা সুমনা বিশ্বাস, কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তুষার মধুসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এসব সামগ্রী পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন প্রতিবন্ধী অমর মন্ডল ও তার শ্রবন প্রতিবন্ধী বৃদ্ধা মা লক্ষী মন্ডল। অমর মন্ডল তার প্রতিক্রিয়ায় বলেন,খাওয়ার জন্য ঘরে কোন খাবার ছিলোনা। ঘরের চাল দিয়ে বৃষ্টির পানি পড়ে। কাজে যেতে পারিনা। অনাহারে অর্ধাহারে চলতে হয়। সমাজের ধনী ব্যক্তিদের কাছে চেয়েচিন্তে চলে আমার আর আমার মায়ের জীবন। মাও কানে শোনেনা। এসব সামগ্রী পেয়ে আমার অনেক বড় উপকার হলো। অন্তঃত ১৫/২০দিন নিশ্চিন্তে চলতে পারবো। ঘরের চাল ঠিক করতে পারবো। বৃষ্টি ভেজা থেকে রক্ষা পাবো। এই হৃদয়বান ইউএনও স্যারের জন্য দোয়া করি।সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ জীবন কামনা করি।
উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার বলেন,এক সাংবাদিকের ফেসবুকের পোষ্টের মাধ্যমে অসহায় এই পরিবারের খবর জানতে পারি। অমর মন্ডলের পরিবার সত্যিই খুবই দরিদ্র। পরিবারে কোন উপার্জনক্ষম ব্যক্তি নেই। আপাতত এসব সামগ্রী দেওয়া হলো। ভবিষ্যতেও তাদের পাশে উপজেলা প্রশাসনের সাহায্যের হাত থাকবে। সমাজের অন্যকোন পরিবার যদি এধরনের সমস্যায় থাকেন তাদের জন্যও উপজেলা প্রশাসন সাথে থাকবে।
Design & Developed By: JM IT SOLUTION