কালের খবরঃ
বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। জেলা প্রশাসনের পর জেলা পরিষদ, পুলিশ সুপার আল বেলী আফিফা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ গোপালগঞ্জ জেলা ইউনিট, টুঙ্গিপাড়া উপজেলা ইউনিট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জেলা ছাত্রলীগ, গোপালগঞ্জ পৌরসভা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এসময় সর্বস্তরের মানুষের ঢল নামে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে। বিজয়ের এই ক্ষণে “জয় বাংলা ” শ্লোগানের মাধ্যমে স্বাধীনতার এ মহানায়ককে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন উপস্থিত সর্বসাধারণ।
পুষ্পস্তবক অর্পণ শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু, মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের শাহাদাৎবরণকারী সকল সদস্যের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রাশেদুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সহসভাপতি মোঃ ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ বিভিন্ন স্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিজয় দিবস উপলক্ষ্যে টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স বর্ণিল সাজে সাজানো হয়। জমকালো আলোক সজ্জায় সমাধিসৌধ কমেপ্লেক্স আলোকউজ্জ্বল হয়ে ওঠে।
এছাড়া শনিবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে জেলা পুলিশ জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, উদীচী শিল্পীগোষ্ঠী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি দপ্তরের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে সকাল সাড়ে ৮টায় শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে আংশ গ্রহণ করে। পরে বেলা ১১টায় গোপালগঞ্জ সদর উপজেলা চত্বরে ৭১ এর বধ্যভূমি শহীদ স্মৃতি স্তম্ভে ( জয় বাংলা পুকুর পাড়ে) পুষ্পস্তবক অপর্ণ,দোয়া মাহফিল , মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ক্রেট সংবর্ধণা দেয়া হয়।
বিকাল ৪টায় মুক্তিযোদ্ধা ও সর্বসাধারণের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল প্রতিযোগীতা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply