
কালের খবরঃ
গোপালগঞ্জে ৩ কেজি গাঁজা ও ২শ’ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মিঠুন তালুকদার (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।গ্রেপ্তারকৃত মিঠুন তালুকদার কোটালীপাড়া উপজেলার রাজাপুর গ্রামের নীলকান্ত তালুকদারের ছেলে।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক কাজী কামরুজ্জামান ও তার সঙ্গীয় ফোর্সরা কোটালীপাড়া উপজেলার রাজাপুর গ্রামে মিঠুন তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও ২০০ পিচ ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করে ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখার মোহাম্মদ উমায়ের বলেন, মিঠুন দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। গোপান সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে মাদক সহ গ্রেফতার করা হয়।পরে পরিদর্শক কাজী কামরুজ্জামান বাদী হয়ে কোটালীপাড়া থানায় মিঠুনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক কাজী কামরুজ্জামান বলেন,মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সাইফুল ইসলামের নেতৃত্বে চিত্রাপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০০ গ্রাম গাঁজা সহ ওই গ্রামের আবুল হোসেন মিয়ার ছেলে স্বপন হোসেন মিয়াকে (৪৬) আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সাইফুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্বপন হোসেন মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায় তাকে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের আদেশ দেন ওই ম্যাজিস্ট্রেট।
পরে দুপুরের তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তা।
Design & Developed By: JM IT SOLUTION