কালের খবরঃ
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে চলমান আন্দোলনের অংশ হিসেবে গোপালগঞ্জে সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে কর্মবিরতিতে রয়েছেন শিক্ষক ও কর্মচারীরা। রবিবার (১৬ জুলাই) সকাল থেকে তারা আন্দোলনে নামে। ক্লাস বর্জন করে রুমে তালঅ ঝুলিয়ে আন্দোলন শুরু করে শিক্ষক কর্মচারীরা। শহরের বিভিন্ন স্কুল ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে ব্যতিক্রম চিত্র দেখা যায় জেলা শহরের গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ে।
সেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী স্কুল ড্রেস পড়ে স্কুলে আসলেও শিক্ষক-কর্মচারীরা তাদের রুম থেকে বের করে দিয়ে শ্রেণীকক্ষগুলোতে তালা লাগিয়ে দেয়। পরে বাধ্য হয়ে শিক্ষার্থীরা বাড়ি ফিরে যায়। শিক্ষক-কর্মচারীরা জানিয়েছেন, তাদের এক দফা দাবী হচ্ছে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ । তা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
Design & Developed By: JM IT SOLUTION