কালের খবরঃ
জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে গোপালগঞ্জ জেলার ১ লক্ষ ৯০ হাজার ৩১৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এ উপলক্ষে আজ বুধবার সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আগামী রবিবার(১৮ জুন) জেলার ৫ বছরের নিচের বয়সের ১ লক্ষ ৯০ হাজার ৩১৩ জন শিশু ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ০৬-১১ মাস বয়সের ২৭ হাজার ৩৩৮ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সের ১ লক্ষ ৬২ হাজার ৯৭৫ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইন সফল করার জন্য ৬৯ টি ইউনিয়ন, ২০৭টি ওয়ার্ড এবং ১৫টি পৌর ওয়ার্ডের জন্য ১ হাজার ৭১৬টি কেন্দ্রে ২১৬ জন তত্ত্ববধায়কের নেতৃত্বে ৬৩৯ জন মাঠ কর্মী ও ৩ হাজার ৪৩২ জন স্বেচ্ছাসেবীরা এ ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন।
এ সভায় সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডাঃ সাকিবুর রহমান, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, প্রসূন মন্ডল,এসএম হুমায়ুন কবীর, সৈয়দ মিরাজুল ইসলাম, শেখ মোস্তফা জামান বক্তব্য রাখেন। সভায় জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা এ ক্যাপসুলের পাশাপাশি ‘এ প্লাস ’ ক্যাম্পেইনের উপর জোর দিয়ে বলেন, জম্মের পর পরই নবজাতককে শালদুধসহ মায়ের দুধ খাওয়ানো, জম্মের পর প্রথম ৬মাস(১৮০দিন) শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো, শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণমত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানো, মা এবং শিশুর পুষ্টির জন্য গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ রঙিন শাক- সবজি এবং হলুদ ফলমূল খেতে দেওয়া। পরিবারের রান্নায় ভিটামিস ‘এ’ সমৃদ্ধ ভোজ্য তেল ব্যবহার করার উপর গুরুত্ব আরোপ করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply