কালের খবরঃ
বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় গোপালগঞ্জে মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।শহরের পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ।
দিবসের প্রথম প্রহর রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে জেলা প্রশাসন ও পরে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপর জেলা পরিষদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগ পক্ষে সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন আজম, গোপালগঞ্জ পৌরসভার পক্ষে শেখ রকিব হোসেন, যুবলীগ, ছাত্রলীগ, সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন,জেলা শিল্পকলা একাডেমি,উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়।
এসময় শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনার চত্ত্বরে জড়ো হয় শিশু, নারী, পুরুষসহ স্বর্বস্তরের মানুষ। এসময় ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার বেদী। সূর্যদয়ের সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক ভাবে প্রভাত ফেরি বের করে। জেলার অন্যান্য উপজেলা গুলোতেও নানান কর্মসূচী পালনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এছাড়া পাড়া মহল্লার ক্ষুদে শিক্ষার্থীরা ইট কাগজে মুড়িয়ে শহীদ মিনার তৈরী করে শ্রদ্ধা জানায়।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলমসহ তাঁর কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধি সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।এসময় তারা বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করেন।
অপরদিকে গোপালগঞ্জ সদর উপজেলার ৭৯ নং করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ শেষে ক্লাশ রুমে বসে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থণা করেন।এসময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এস এম নজনুল ইসলাম, প্রধান শিক্ষক মোহসিন সিকদারসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply