কালের খবরঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রামণ্যচিত্র তৈরী করতে গোপালগঞ্জে এসেছেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ।তিনি গত (১৭ মে) মঙ্গলবার বিকালে তার দলের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি বঙ্গবন্ধু শৈশব ও কৈশরে বেড়ে ওঠা স্থানগুলো ঘুরে দেখেন। দেখেন লাইব্রেরী ভবনের টাঙ্গানো ছবি ও কফিন।এই কাজে তিনি সাতদিন সময় ব্যয় করবেন। টুঙ্গিপাড়াসহ গোপালগঞ্জের যেখানে যেখানে বঙ্গবন্ধুর পদচারণা ছিল সেসব স্থান দেখবেন। কথা বলবেন বঙ্গবন্ধুর সঙ্গে যারা থাকতেন বা সময় পার করেছেন তাদের সঙ্গে।
চলচ্চিত্র তৈরী করতে এসে গৌতম ঘোষ সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কাহিনী চিত্র নয় প্রামাণ্য চিত্র করতে চাই।সব ছবি বা দলিলতো পাওয়া যাবে না তবে প্রামাণ্য দলিল যতটুকু পাবো আমরা নেয়ার চেষ্টা করবো। এই পর্বটি ছিল বঙ্গবন্ধুর জীবনে অত্যান্ত গুরুত্বপূর্ণ।তিনি বারবার কলকাতায় গিয়েছেন, তখন এখানকার মানুষ ঢাকায় যেতো না।সোজা ফরিদপুর কোলকাতা ব্রডগেজ লাইন ছিল।শিয়ালদাহ গিয়ে নামতো।অসুস্থ হলে বা উচ্চ শিক্ষার জন্য মানুষ কলকাতায় যেতেন। উনি তাই করেছিলেন।বঙ্গবন্ধু চোখের অপারেশনের জন্য দুইবার কলকাতায় যান এবং ইসলামী কলেজে পড়েন।এটা অত্যান্ত গুরুত্বপূর্ণ সময়। তার থেকেই রাজনৈতিক চেতনার শুরু হয়। হোসেন শহীদ সরোয়ারদীর সংস্পর্শে আসেন। একটা গুরুত্বপূর্ণ সময়।রাজনৈতিক ভাবে সচেতন করে এবং উনি ৪৩ এর মম্বন্তর দেখেছেন, ভংঙ্কর দাঙ্গা দেখেছেন, যা লেখা আছে তাঁর আত্মজীবনীতে।এইসব পর্ব নিয়ে আমি একটা প্রামণ্যচিত্র তৈরী করতে চাই। তবে এটা খুব বড় নয়। এসব করতে গিয়ে আমাকেতো টুঙ্গিপাড়ায় আসতেই হবে। ওনার জন্মস্থান,ওনার মাজার এখানে। আমি এখানে এসে আমার গায়ে কাটা দিচ্ছে। সত্যকথা বলতে কি, আমিতো ছবিতে দেখেছি। কিন্তু ছবিতে দেখা আর সেই জায়গায় এসে অনুভব করা একটাতো পার্থক্য রয়েছে।আমি এখানে এসে শুধু ভাবছি বঙ্গবন্ধুর গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার ছেলে বেলার বন্ধুরা, কি করে রাজনৈতিক চেতনার উম্মেষ হলো, এখানে প্রতিনিয়ত রাজনৈতিক সভা হতো। সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। এসব স্থানেও কিছু সুটিং করবো। সব থেকে বড় কথা এই জায়গাটাকে খুব সুন্দর করে রাখা হয়েছে। তবে ধানমন্ডির ৩২ নম্বরও সুন্দর। সেখানেও সুটিং করা হয়েছে। এর পর বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বেলে নাম ঠিক করা হবে। নামটি কি কলকাতায় বঙ্গবন্ধু না মুজিব হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply