 
																
								
                                    
									
                                 
							
							 
                    
কালের খবরঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আশ্রয়ণের শিশু শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ে খন্ডকালিন পাঠদান ও নৈতিক শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার নিজ উদ্যোগে গত বুধবার (৩১ জুলাই) বিকেলে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের ইউশিয়া গ্রামের ভট্রেরবাগান আশয়ন প্রকল্প-০২ এর কমিউনিটি সেন্টারে এই শিক্ষা কর্মসূচীর উদ্বোধন করেন। আশ্রয়ন প্রকল্পের ৩৫টি পরিবারের ২৩জন শিশু শিক্ষার্থী এই খন্ডকালিন শিক্ষা গ্রহণে সুযোগ পাবে।এসব শিক্ষার্থীরা স্থানীয় আমতলী ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে অধ্যায়নরত।

এর জন্য ওই আশ্রয়ন প্রকল্পের বিএ পাস আহসান হাবিব নামে এক ব্যাক্তিকে গাইডার শিক্ষাক নিয়োগ দেয়া হয়েছে।তিনি বিদ্যালয়ের দেয়া লেখাপড়া শিখানোর পাশাপাশি মানবিক গুনাবলী সম্পর্কিত বিভিন্ন আচার আচরন, নীতি নৈতিকতা, বাংলা ও ইংরেজি ভাষার সঠিক উচ্চারণ,খেলাধুলা, জাতীয়তাবোধ,বড়দের সম্মান দেখানো, ছোটদের স্নেহকরাসহ ভালো কাজে নিজেদের সম্পৃক্ত করবে এমন শিখা দিবেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ২৩ শিশু শিক্ষার্থীকে লেখাপড়ায় মনোযোগী ও ভালো কাজে উদ্বুদ্ধ করতে ফুটবলসহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী তুলে দেন ইউএনও।
এ ব্যাপারে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বলেন, সমাজের পিছিয়েপড়া দরিদ্র শ্রেণির মানুষদের ছেলে মেয়েরা অর্থের অভাবে ভালো শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়। লেখাপড়ার একটা সময়ে অন্যদের থেকে পিছিয়ে পড়ায় তারা ঝরে যায়। অভিভাবকরা তাদের ভালো মানের শিক্ষার সুযোগ দিতে পারেন না।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব চিন্তা-ভাবনাপ্রসূত এই আশ্রয়ণ প্রকল্প।তিনি ভূমিহীন গ্রহহীন মানুষদের আশ্রয় সৃস্টি করে দিয়েছেন।

প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সবার জন্য বিণামূল্যে বই দিচ্ছেন। আমি একজন সরকারি কর্মকর্তা হয়ে এই প্রকল্পের শিক্ষার্থীরা যাতে ভালো লেখাপড়া শিখে সমাজের অন্যদের মতো মাথা উঁচু করে দাড়াতে পারে, সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারে সেই লক্ষে আমি নিজস্ব ভাবনা থেকে এই উদ্যোগ নিয়েছি। শুধু ভট্রেরবাগান আশ্রয়ণ প্রকল্পে নয়। এটা আমার প্রথম উদ্যোগ। পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী কোটালীপাড়া উপজেলার যে চারশত চারটি পরিবারেকে আশ্রয় দিয়ে পুর্নবাসিত করেছেন সেসব পরিবারের সন্তানদের জন্যও খন্ডকালিন শিক্ষার সুযোগ করে দেয়া হবে।এছাড়া আশ্রয়ণ প্রকল্পের কোন শিক্ষার্থী যদি মাধ্যমিকে, কলেজে বা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়রত থাকে তাদের জন্যও উন্নত শিক্ষার সুযোগ সৃস্টি করার ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
                                Design & Developed By: JM IT SOLUTION