কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের সংঘর্ষে শিশু ও নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার (১১জুলাই) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
কাশিয়ানী ফায়ার সার্ভিসের লিডার আনোয়ার হোসেন জানান, পিরোজপুর থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। এসময় বাসটি মাজড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে সাজোড়ে ধাক্কা মারে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বাসের অন্তত ৩০ যাত্রী আহত হন।
পরে জাতীয় পরিসেবা ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী ১০০-শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মারাত্মক আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply