
কালের খবরঃ
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। গত (১৯ জানুয়ারী) বৃহস্পতিবার কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারন সম্পাদক কমিটি অনুমোদন করেছেন।এর আগে গত ১ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২০ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এই কমিটির ঘোষনা দেয়া হয়। মাহাবুব আলী খানকে সভাপতি ও জিএম সাহাব উদ্দিন আজমকে সাধারন সম্পাদক করে ৭৫ সদস্যের নির্বাহী কমিটি এবং ১২জনকে উপদেষ্টা করে কমিটি গঠন করা হয়। এই কমিটি (১৯ জানুয়ারী) বৃজস্পতিবার কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারন সম্পাদক অনুমোদন করেছেন।
সংবাদ সম্মেলনে নতুন কমিটির সভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, সহসভাপতি সিকদার নূর মোহাম্মদ দুলু, অ্যাডঃ চৌধুরী খসরুল আলম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ এম জুলকদর রহমান, দপ্তর সম্পাদক মোঃ ইলিয়াস হক সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ আতিয়ার রহমান, সিকদার নূর মোহম্মদ দুলু, অ্যাডভোকেট রনজিত কুমার গামা, শেখ লুৎফার রহমান বাচ্চু, এম এ হাসান, শেখ মোঃ ইউসুফ আলী, অ্যাডভোকেট চৌধুরী খসরুল আলম, শেখ রকিব হোসেন, মোঃ ফকরুল বশার, খন্দকার এহিয়া খালেদ সাদী, সাহমত আলী সিকদার চুন্নু।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে এম বদরুল আলম বদর, শেখ মুশফিকুর রহমান লিটন, সুব্রত ঠাকুর হিলটু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম জুলকদর রহমান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রিয়াজ রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক কাজী হারুনার রশীদ মিরন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাহামুদ হোসেন দিপু, দপ্তর সম্পাদক মোঃ ইলিয়াস হক, ধর্ম বিষয়ক সম্পাদক রাজি উদ্দিন খান রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম, নজরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এমএম আবুল হোসেন,মহিলা বিষয়ক সম্পাদ নাসিমা খানম,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক খন্দকার সিরাজুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক শাহানাজ পারভিন লিপি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লতিফা জামাল চৌধুরী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মিটু, শ্রম সম্পাদক রেজাউল হক সিকদার (রাজু), সাংস্কৃতিক সম্পাদক তাজবীরুল হুদা বাবু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ চৌধুরী শফিকুল আলম,সাংগঠনিক সম্পাদক কাজী মনোয়ার হোসেন মন্টু, মোঃ বদরুল হাচান, শফিকুল আলম কাকন, উপ-দপ্তর সম্পাদক নাজমুল হাসান নাজিম, উপ- প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুল হাসান শিমুল চৌধুরী ও কোষাধ্যক্ষ অ্যাডভোকেট এম এম নাসির আহম্মেদ।
সদস্যরা হলেন,এস এম আক্কাস আলী,সালাহ উদ্দীন পান্না,মোঃ মোক্তার হেসেন,কাজী লিয়াকত আলী লেকু, আবুল বাশার খায়ের, শেখ তোজাম্মেল হক টুটুল, সন্তোষ বিশ্বাস, এস এম মুনির হিটলার,গাজী গোলাম মোস্তফা,জানে আলম বিরু, সোলায়মান বিশ্বাস, শেখ মাসুদ আলী, মোত্তাহীদুর রহমান শিরু, মৃণাল কান্তি রায় চৌধুরী(পপা),বি এম হাসান কবির ছানু, কামরুল হুদা মিল্টন, সুবোধ কুমার বিশ্বাস, এসএম হুমায়ুন কবির, আব্দুল জলিল খান, শেখ জামিল সরোয়ার, লিয়াকত ভূঁইয়া,আসরাফ আলী আসু, গোলাম কিবরিয়া দাঁড়িয়া, সিহাব উদ্দিন ঝুনু, এস এম নজরুল ইসলাম(নতুন), রেশমা আক্তার হাসি, শেখ নাসিমুল গণি,এম এ খায়ের, বাবুল আক্তার বাবলা,মোঃ রউফুল আমিন, খোন্দকার খালিদ আজিজ( শিপু), রবিউল সিকদার রবি, এইচ এম ওহিদুল ইসলাম, শফিক আলম, ফারুক আহম্মেদ, দিপু সাহা।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন,রাজা মিয়া বাটু, চৌধুরী এমদাদুল হক, শেখ রুহুল আমিন, সর্দার আহম্মেদ নওশের আলী (মিটু), প্রফুল্ল কুমার সাহা,মোঃ আবদুল হালিম, মোকছুদ খাঁ, সুভাষ জয়ধর, বিজন বিশ্বাস, বেলায়েত হোসেন, কমল সেন, সাজ্জাত হোসেন।
Design & Developed By: JM IT SOLUTION