
কালের খবরঃ
গোপালগঞ্জ সাইকেলিং কমিউনিটির উদ্যোগে এবং AKIJ BICYCLE-এর সহযোগিতায় গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো দেশের অন্যতম বৃহৎ সাইক্লিং প্রতিযোগিতা “GCC MASS START MTB RACE 02।
বাংলাদেশের ৬৪টি জেলা থেকে আগত ১৫০ জন প্রফেশনাল রাইডার এই চ্যালেঞ্জিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার সূচনা হয় আজ শুক্রবার সকাল ৬টায় গোপালগঞ্জ শহরের ৭ই মার্চ চত্বর থেকে। রাইডাররা শহরের প্রধান সড়ক দিয়ে ঘোনাপাড়া মোড় হয়ে আবার একই পথ দিয়ে ফিরে আসেন, যেখানে রেসটি সমাপ্ত হয়।

এবারের রেসে, মনোরম আবহাওয়া এবং রাইডারদের প্রাণবন্ত অংশগ্রহণের কারণে প্রতিযোগিতা হয়ে ওঠে এক উত্তেজনাপূর্ণ ক্রীড়াযজ্ঞ। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম স্থান অধিকার করেন মোঃ আরিফ হোসেন, এবং নারী বিভাগে প্রথম হন তানহা আক্তার। তাদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও সম্মাননা। এছাড়া ছেলে বিভাগে দ্বিতীয় স্থানে মোঃ আশিক, তৃতীয় স্থান আব্দুল গফ্ফার অধিকার করে। আর নারী দলে দ্বিতীয় হয়েছেন সানজিদা রহমান স্বর্ণা এবং তৃতীয় স্থান করে মুনতাহা মেহজাবান । এদেরকেও পুরস্কার তুলে দেন অতিথিরা।

গোপালগঞ্জ সাইকেলিং কমিউনিটির সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনা পরিচালনা করেছেন। তারা নিরাপত্তা, রুট ম্যানেজমেন্ট এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমে অসাধারণ সাফল্য দেখান বলে দাবী করেছেন।
ইভেন্টে উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়াবিদ, সাংবাদিক, স্পন্সর প্রতিনিধি এবং শতাধিক দর্শক। প্রতিযোগিতা শেষে, গোপালগঞ্জ সাইকেলিং কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে তারা আরও বড় পরিসরে জাতীয় ও আন্তর্জাতিক মানের সাইক্লিং প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা করছে, যাতে তরুণ প্রজন্ম সাইক্লিং খেলায় আরও বেশি আগ্রহী হবে।
Design & Developed By: JM IT SOLUTION