
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে ইসরায়েল। অন্যদিকে হামাসের রাজনৈতিক নেতারা বলছেন, তারা একটি সমাধানের পৌঁছানোর লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের সাথে যোগাযোগ অব্যহত রেখেছেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হামাস যুদ্ধের অবসান চায় এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে আসছে। তবে ইসরায়েল সাময়িক যুদ্ধ বিরতি দিলেও হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ বন্ধ করবেনা বলে ঘোষণা দিয়েছে।
ফিলিস্তিনি এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি তিন ধাপের পরিকল্পনায় পূর্ণ যুদ্ধবিরতির জন্য জোর দিচ্ছে না।
Design & Developed By: JM IT SOLUTION