কালের খবরঃ
কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই যষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ সম্ন্ন হয়েছে। মঙ্গলবার (২১মে)এ দুই উপজেলার ১৭১টি কেন্দ্রে সকাল ৮ থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বেশ বাড়ে। জেলার কাশিয়ানী উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আর মুকসুদপুর উপজেলায় চেয়ারম্যান ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মাহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী। এ দুই উপজেলায় ভোটার সংখ্যা ছিল ৪ লক্ষ ৬৫ হাজার ৬৮৮জন। ভোট গ্রহণ শান্তির্পর্ণ ভাবে সম্পন্ন করতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র্যাব পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply