
কালের খবরঃ
সূর্যের উত্তাপ আর প্রচন্ড তাপমাত্রার পারদ দিন দিন বাড়ছে। শুকিয়ে যাচ্ছে নদী-নালা, খাল-বিলের পানি। ব্যাহত হচ্ছে কৃষি কাজ, দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। এ পরিস্থিতিতে বৃষ্টিপাত কামনায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছেন গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলা শহরের প্রধান ঈদগাহ ময়দানে বিশেষ এ নামাজের আয়োজন করা হয়।

এ নামাজে প্রায় দুই সহস্রাধিক লোক অংশ নেন। নামাজে ইমামতি করেন গোপালগঞ্জ কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা মুফতি মোঃ হাফিজুর রহমান।নামাজে অংশগ্রহনকারীরা জানায়, তাপমাত্রা বৃদ্ধি ও বৃষ্টিপাতের অভাবে পানির স্তর নিচে নেমে গেছে। মানুষের পানির কষ্ট, কৃষিকাজ ব্যাহতসহ বৃষ্টির অভাবে নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে। তাই আমরা আজকে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করে বৃষ্টির জন্য আল্লাহ তা’আলার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেছি।
Design & Developed By: JM IT SOLUTION