কালের খবরঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পূনর্বাসন কেন্দ্রের তিন শতাধিক অসহায় শিশুদের হাতে রান্না করা খাবার তুলে দিলেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
মঙ্গলবার ( ৫ জুলাই) বিকালে টুঙ্গিপাড়ায় শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পূনর্বাসন কেন্দ্রে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী এবং বিমান বাহিনী লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক তাহমিদা হান্নান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশুদের হাতে এ রান্না করা খাবার তুলে দেন। এসময় বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ এবং আঞ্চলিক শাখা বঙ্গবন্ধু, বাশার ও মতিউর-এর সভানেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply