কালের খবরঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষ থেকে এক হাজার দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার ( ৫ জুলাই) বেলা ১১টায় জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়ার তত্ত্বাবধানে ৫৫ পদাতিক ডিভিশনের আয়োজনে, গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সেনা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ এসব দুঃস্থ মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন।এ ঈদ উপহারের মধ্যে রয়েছে পোলাওর চাল, সাধারণ চাল, সেমাই,চিনি,ডাল ও সোয়াবিন তেল । এসময় টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারাগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply