টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিতা কাটা সহ বেলুন ও পায়রা উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস।
টুঙ্গিপাড়া প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক। অনুষ্ঠানে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, গোপালগঞ্জ জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রানি সম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী প্রমূখ বক্তব্য রাখেন।এর আগে অতিথিরা প্রানি সম্পদ প্রদর্শনীর ৪০ টি স্টল ঘুরে দেখেন।
টুঙ্গিপাড়া প্রানি সম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ বিশ্বাস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমাদের মাটি, মানুষ ও পশুসম্পত্তি আছে। যদি আমরা এসবের উন্নতি করতে পারি তাহলে আমাদের দিন পাল্টাবে। তাই দুধের উৎপাদন বাড়াতে বঙ্গবন্ধু মিল্কভিটা প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া দুধ, ডিম ও মাংস উৎপাদন করে মেধাবী জাতি গঠন করাই প্রানি সম্পদ অধিদপ্তরের লক্ষ্য। জাতি মেধাবী হলেই দেশ স্মার্ট হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply