কালের খবরঃ
গোপালগঞ্জে থ্রি হুইলার ও মাটি বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম খলিফা (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত ও অপর ৪ যাত্রী আহত হয়েছে। নিহত ওই ব্যক্তি টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি এলাকার তহম আলী খলিফার ছেলে।গোপালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার নিলার মাঠ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই থ্রিহুইলার যাত্রী নজরুল খলিফা মারা যায় এবং অপর ৪ যাত্রী আহত হয়। থ্রি হুইলারটি টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জ শহরে আসছিল। ঘটনাস্থলে আসলে তারা দূর্ঘটনায় পতিত হয়। গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply