কালের খবরঃ
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে গোপালগঞ্জের তিনটি উপজেলার প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা তাদের মনোনয়নপত্র অনলাইনে জমা দেন এবং প্রিন্ট কপি রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কছে হস্তান্তর করেন। এসময় প্রার্থীদের সাথে কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। ইতিমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৮জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৩ জন ও কোটালীপাড়া উপজেলায় ৩ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে যেসব প্রার্থীরা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, বিএম লিয়াকত আলী ( লিয়াকত ভূইয়া), মাহামুদ হোসেন মোল্লা ( দিপু) , নিতিশ রায়, রমেন্দ্র নাথ সরকার,শেখ মোঃ রফিকুল ইসলাম,শেখ ইব্রাহিম খলিল, কামরুজ্জামান ভূইয়া ( লুটুল) ও কমলেশ বিশ্বাস।
কোটালীপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিমল কৃষ্ণ বিশ্বাস, মুজিবুর রহমান হাওলাদার ও জাহাঙ্গীর হোসেন খান।টুঙ্গিপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, মোঃ বাবুল শেখ, গাজী মাসুদুল হক ও বিশ্বাস মোহাম্মদ মাহামুদ হক।
এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে গোপালগঞ্জ সদর উপজেলায় ৯জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন। কোটালীপাড়া উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন এবং টুঙ্গিপাড়া উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৮ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন মনোনয়পত্র জমা দিয়েছেন।
প্রথম ধাপে গোপালগঞ্জ জেলার সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, আপিল ১৮ থেকে ২০ এপ্রিল ও আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল। এছাড়া প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোটগ্রহন অনুষ্ঠিত হবে ৮ মে। এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নি অফিসার ও জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ ফয়জুল মোল্লা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply