কালের খবরঃ
গত ২ বছরে ৫ ম্যাচে জয়ের দেখা না পেলেও ষষ্ঠ ম্যাচে গোপালগঞ্জে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মোহামেডান স্পোটিং ক্লাব।
মঙ্গলবার ( ২ এপ্রিল) বিকাল তিনটায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ রাসেলের মুখোমুখি হয় মোহামেডান। খেলা শুরুর বাঁশি বাঁজতেই মোহামেডান ও দর্শকদের স্তব্দ করে প্রথম মিনিটেই সেকাউ সিলা গোল করে শেখ রাসেলকে ১-০ গোলে এগিয়ে দেন। এরপর গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়ায় মোহামেডান। তবে দুই দল বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে। এতে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান।
খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আরো আক্রমণের ধার বাড়ায় মোহামেডান। কিন্তু সহজ সুযোগ নষ্ট করায় গোল যেন সোনার হরিণ হয়ে ওঠে মোহামেডানের কাছে। তবে ৭১ মিনিটে এম. মুজাফফরভ গোল করলে ১-১ গোলে সমতায় ফেরে মোহামেডান। এরপর গোলের জন্য আরো আক্রমণ বাড়ায় দু’দল। সুযোগ নষ্টের মহরায় নির্ধারিত সময়ে সমতায় খেলা শেষ হবার পথে এগোচ্ছিল। তবে খেলার শেষ মূহুর্তের অতিরিক্ত সময় ৯০+১ মিনিটে ইকবাল গোল করে মোহামেডানকে ২-১ গোলে লিডে এনে দেন। ফলে ২-১ গোলে শেখ রাসেলকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত সেমি ফাইনালে মোহামেডান। এ জয়ের ফলে গত ২ বছরের ষষ্ঠ ম্যাচে এসে শেখ রাসেলের সাথে জয়ের দেখা পেলো সাদা-কালো জার্সিধারীরা।
Design & Developed By: JM IT SOLUTION