মুকসুদপুর প্রতিনিধিঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে দিনব্যাপী প্রায় ১০ হাজার প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। আব্দুল আলী ও হালিবন নেসা ফাউন্ডেশনের উদ্যোগে এ সেবা দেয়া হয়।বুধবার (২১ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত মুকসুদপুর উপজেলার বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে ভীড় করেন মুকসুদপুর, নগরকান্দা,
ভাঙ্গা ও রাজৈর উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর নানা বয়সের রোগীরা। সকাল থেকে চলা এ ক্যাম্পে কার্ডিওলজি, গাইনি, শিশু, ডায়াবেটিকস, চক্ষু, দন্তসহ ১৬টি বিভাগের ৩২জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসাসেবা নিয়ে ব্যবস্থাপত্র দেখিয়ে বিনামূল্যে ঔষধ নেন রোগীরা। এসব রোগীদের বিনামূল্যে প্রায় এক’শ প্রকারের ঔষধ দেয়া হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply