কালের খবরঃ
গোপালগঞ্জে শেষ হলো ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। গত বৃহস্পতিবার শুরু হওয়া এ মেলাকে ঘিরে আগ্রহের কমতি ছিলোনা স্থানীয়দের। উদ্যোক্তাদের পাশাপাশি এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতা সাধারণ।৮ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া মেলা চলে ১৭ ফেব্রুয়ারী পর্যন্তক।
গোপালগঞ্জ জেলা শহরের পৌরপার্কে গোপালগঞ্জ বিসিক শিল্পনগরীর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠিত হয় বিসিক উদ্যোক্তা মেলা। এ মেলায় দেশের বিভিন্ন এলাকার উদ্যোক্তরা নিজেদের তৈরী পন্যের পসরা সাজিয়ে বসে।ছোট ছোট ষ্টলের মাধ্যমে ভবিষ্যতে সফল হওয়ার স্বপ্ন দেখেন তারা। ১০ দিন ব্যাপী চলা এই মেলায় প্রতিদিন বিকেলে প্রচুর মানুষের সমাগম হয়। নকশীকাথা, শাড়ী, হাতের কাজের সামগ্রীসহ নানা পন্যের স্টল বসে । এসব পন্য প্রদর্শন ও বিক্রি হয়েছে বেশ।শুধু গোপালগঞ্জ নয় দেশের বিভিন্ন জেলার উদ্যোক্তারাও এ মেলায় অংশ নেন।এ আয়োজনের মাধ্যমে তাদের পন্য প্রচারে ভুমিকা রাখবে বলে মনে করেন উদ্যোক্তারা।আর ক্রেতা সাধারণ হাতের তৈরী বিভিন্ন ঐতিহ্যবায়ী জিনিস কিনতে পেরে খুশী।
এই মেলার মাধ্যমে উদ্যোক্তরা তাদের হাতে তৈরী পণ্য মানুষের সামনে উপস্থান করতে পেরেছেন। সেই সাথে বেচা বিক্রি করে আর্থিক ভাবে লাভবানও হয়েছেন।তাদের দেখা দেখি অন্যরাও ভবিষতে উদ্যোক্তরা হওয়ার স্বপ্ন দেখছেন। এই মেলার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা যেমন তাদের পন্য সকলের কাছে প্রদর্শন করতে পেরেছেন তেমনি অনেকেই এদেরকে দেখে নিজেরা উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করবেন বলে ধারনা এই কর্মকর্তার।
মেলায় ৪০টি স্টলে নকশি কাথা, বুটিক ও বাটিকের খাদি, থ্রিপিচ, চটের তৈরী ব্যাগ, গহনা, শীতল পাটির বিভিন্ন পন্য, মাটির তৈরী তৈজস পত্র বিক্রি ও প্রদর্শনি হয়।
Design & Developed By: JM IT SOLUTION