কালের খবরঃ
গোপালগঞ্জে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহনে নারীর সামর্থ্য উন্নয়ন(স্বপ্ন-২য় পর্যায়)শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(০৮ ফেব্রুয়ারী) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালায় অনুষ্ঠত হয়। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম। প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন করেন। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ ও জাতীয় প্রকল্প পরিচালক যুগ্মসচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান, ইউএনডিপি বাংলাদেশ, এআরআর প্রসেনজিৎ চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান মুন্সী আতিয়ার রহমান,
স্বপ্ন প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ মাহমুদ হোসেন প্রমূখ।কর্মশালায় জেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগন, উপজেলা ভাইস চেয়ারম্যানগন, ইউ.পি চেয়ারম্যান, ইউ,পি সচিবগন ও সংবাদকর্মিগন উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ ও ইউএনডিপির যৌথ উদ্যোগে গ্রামীন হতদরিদ্র ও অসহায় মহিলাদের আর্থ সামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জে প্রকল্পটির বাস্তবায়ন শুরু হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply