টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি সাথে ধাক্কা লেগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের টুঙ্গিপাড়া উপজেলা কার্যালয়ের নিরাপত্তা প্রহরী বিপুল হালদার (৫২) নিহত হয়েছেন।
গত শনিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার গোপালপুর-টুঙ্গিপাড়া সড়কে এঘটনা ঘটে। রাত ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বিপুল হালদার মারা যান।
নিহত বিপুল হালদার বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার উল্লাপাড়া গ্রামের অবনি ঘোষ হালদারের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) খন্দকার আমিনুর রহমান বলেন, তিনি বলেন,শনিবার সন্ধ্যায় নিহত বিপুল টুঙ্গিপাড়ায় জনস্বাস্থ্য অফিসের রাত্রিকালীন দ্বায়েত্ব পালনের তার বাড়ি থেকে রওনা দেন। ঘটনাস্থল টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর এসে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খায়। এতে বিপুল রাস্তার উপর পড়ে আছড়ে পড়ে মাথায় গুরুতর আঘাত লাগে।
ওসি আরও বলেন, পরে স্থানীয়রা আহত অবস্থায় টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এরপর রাত ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায়সেখানে বিপুল হালদার মারা যান।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply