কালের খবরঃ
বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার ও নড়াইল এক্সপ্রেস নামে পরিচিত আওয়ামী লীগ দলীয় হুইপ মাশরাফি বিন মোর্ত্তজা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা জানাতে এসে সেলফি শিকারীদের কবলে পড়েন।
বৃহস্পতিবার(০১ ফেব্রুয়ারী)জাতীয় সংসদের স্পীকার, ডেপুটি স্পীকার, সংসদ উপনেতা ও চীপ হুইপ এবং হুইপদের সাথে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন।
সেখানে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স এলাকায় প্রবেশের সাথে সাথে ঘিরে ধরে একদল সেলফি শিকারী। এসময় যার যার মতো নিজেদের মোবাইল দিয়ে তাদের প্রিয় খেলোয়াড়ের সাথে তুলতে থাকেন ছবি। একের পর এক ছবি তোলার যেন হিড়িক পড়ে যায়। সেই সাথে শুরু হয় হুড়োহুড়ি। কে কার আগে ছবি তুলবে তা নিয়ে রিতিমতো যেন প্রতিযোগিতা শুরু হয়। উঠতি বয়সী ছেলেদের সাথে মেয়েরাও কম যাননি।
সেলফি শিকারীদের অত্যাচার সহ্য করেও প্রায় ঘন্টা খানেক তিনি সমাধি সৌধ কমপ্লেক্স এলাকায় অবস্থান করেন।জাতির পিতার প্রতি সম্মান জানানোর পর তিনি দ্রুতই বেরিয়ে যান।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply