কালের খবরঃ
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোপালগঞ্জ ভেন্যূতে স্বাগতিক ঢাকা আবাহনী লিমিটেডকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল পৌনে তিনটায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বসুন্ধরা কিংসকে আতিথ্য দেয় স্বাগতিক আবাহনী। খেলার প্রথমার্ধে আক্রমণাত্মক খেলা শুরু করে দু’দল। তবে উল্লাসে মাততে বেশিক্ষন অপেক্ষা করতে হয়নি দর্শকদের। খেলার ২৬ মিনিটে রবিনহো গোল করে বসুন্ধরাকে এগিয়ে দেন। গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়ায় আবাহনী।
কিন্তু বেশ কয়েকটি সুযোগ নষ্ট করায় এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী। খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমনের ধার বাড়ার আবাহনী। তবে খেলা ৭২ মিনিটে এম ফিগুয়েরা গোল করে ২-০ গোলে এগিয়ে দেন বসুন্ধরাকে। তবে বাকী সময় আর কোন গোল না হওয়ায় বড় পরাজয় নিয়েই মাঠ ছাড়ে আবাহনী। এ খেলা শেষে ৫ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্টে টেবিলের এক নাম্বারে বসুন্ধরা। আর সমান সংখ্যক ম্যাচে ২ জয়, ১ ড্র আর ২ পরাজয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নাম্বারে আবাহনী।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply