কালের খবরঃ
গোপালগঞ্জে তীব্র শীতের সাথে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর থেকে বৃষ্টি আর ঠাণ্ডা বাতাস শীতের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। গত ২৪ ঘন্টায় জেলায় ১১ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা খুব একটা নিচে না নামলেও কনকনে ঠাণ্ডা অনুভূত হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার ভোর থেকে বাড়ে শীতের তীব্রতা। এর মধ্যে ভোর ৬টা থেকে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তবে সবচেয়ে বেশি অসুবিধার শিকার হয়েছে দিনমজুররা। এক দিকে শীত অন্য দিকে বৃষ্টি হওয়ায় কাজে বের হতে পারেনি তারা দৈনিক খেটে খাওয়া মানুষেরা। সূর্যের মুখ দেখা না গেলেও ঠাণ্ডা বাতাস কাঁপিয়ে তুলছে ছিন্নমূল মানুষগুলোকে। শীতে দুর্বিষহ দিন পার করছেন তারা।
রিক্সা চালক মুজিবুর রহমান মোল্লা বলেন, ঘরে ৬জন মানুষ। রিক্সা নিয়ে নাবেরুলে তাদেও খাওয়াবো কি। তাই বাধ্য হয়ে রাস্তায় বেরিয়েছি। এসেতো বৃষ্টিতে বসে আছি। বৃষ্টি কমলে ভাড়া টানবো।
অপর রিক্সা চালক আমিন শেখ বলেন, আজ যেমন ঠান্ডা তেমনি বৃষ্টি। সকালথেকে ১১টা পর্যন্ত বসে বসে কাটাই। পরে কিছু ভাড়া হয়েছে। তাতে রিক্সা ভাড়া উঠানো দায়। শহরে লোকজনও কম। ভাড়া নেই। আজ বাহার নিয়ে বাড়ি যেতে পারবো না। যা আয় হয়েছে ভাড়া দিয়ে কিছু থাকবেনা।
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আবহাওয়াবিদ আবু সুফিয়ান জানান, গত ২৪ ঘন্টায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। এই অবস্থা আরো ২/৩দিন বিরাজ করতে পারে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply