কালের খবরঃ
আর কিছু সময় পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নির্বাচনী এলাকা কোটালীপাড়ার নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মতবিনিময় সভাস্থল কোপালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে তৈরী প্যান্ডেলে ইতোমধ্যে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাজির হয়েছেন।রবিবার (১৪ জানুয়ারি) দুপুর ২টায় টুঙ্গিপাড়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ বাসভবন থেকে সড়ক পথে রওনা হবেন। দুপুর আড়াইটায় তিনি মতবিনিময় সভায় মিলিত হয়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন বলে দলীয় ও প্রশাসন সূত্রে জানাগেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জেলা আওয়ামীলীগ ও তাঁর নিজ নির্বাচনী এলাকার কোটালীপাড়া উপজেলার নেতা-কর্মিরা প্রিয় নেত্রীকে স্বাগত জানোর জন্য অধির আগ্রহে বসে আছেন।
টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে নিজ নির্বাচনী এলাকায় নেতা-কর্মিদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার নেতা-কর্মিদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। প্রচন্ড শীত উপেক্ষা করেও জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উজ্জিবিত। জেলা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।রাস্তায় রাস্তায় ব্যানার,ফেস্টুন, গেট তৈরী করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়া-কোটালীপাড়া সহ জেলার সর্বত্র ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে প্রশাসন।প্রধানমন্ত্রী শনিবার (১৩ জানুয়ারি) দিনের কর্মসূচী শেষ করে টুঙ্গিপাড়ায় রাত্রিযাপন করেন।রবিবার (১৪ জানুয়ারি) দুপুর আড়াইটায় কোটালীপাড়ায় উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় নেতাকর্মিদের সাখে মতবিনিময় করবেন এবং বিকেলে তিনি সড়ক পথে ঢাকার উদেশ্যে কোটালীপাড়া ত্যাগ করবেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply