কালের খবরঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৩০ জন পুলিশ সুপার।সোমবার (২৭ জুন) দুপুরে ২৭ তম বিসিএস ব্যাচের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপারবৃন্দ একসাথে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ সুপারবৃন্দ বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন। এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নিহাদ আদনান তাইয়ান, টুঙ্গিপাড়া থানার ওসি (তদন্ত) তন্ময় মন্ডলসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। #
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply