কোটালীপাড়া প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমনন্ত্রী শেখ হাসিনার পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি)রাতে কোটালীপাড়া উপজেলার ডগলাস উচ্চ বিদ্যালয় মাঠে রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব কাজী আকরাম উদ্দিন আহমেদ।
প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্বানন্দ বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুন্সী আতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, হাজী মোঃ কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, এডভোকেট নজরুল ইসলাম খন্দকার, ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচী, রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম দাড়িয়াসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মোঃ শহীদ উল্লা খন্দকার বলেন, বাঙ্গালী জাতি বীরের জাতি। এই জাতির শুধু একজন যোগ্য নেতার প্রয়োজন। আমরা সেই যোগ্য নেতা পেয়েছিলাম ১৯৭১সালে। যাঁর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল। আবার আমরা সেই রকমের একজন নেতা পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। যাঁর বলিষ্ট নেতৃত্বে দেশ আজ উন্নয়নের উন্নত শিখরে পৌছে গেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আমাদের সকলকে ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীকে ভোট ভোট দিতে হবে।
উপস্থিত ভোটারদের নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, বিগত ১৫বছরে দেশে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সর্বক্ষেত্র ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশ্বাস দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পর্দাপণ করেছি। এই স্মার্ট বাংলাদেশের অংশীদার হতে আপনাদেরকে নৌকা প্রতীকে ভোট দিতে আহবান জানাচ্ছি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply