কালের খবরঃ
ডামি নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের ১ দফা দাবিতে গোপালগঞ্জের মুকসুদপুরে লিফলেট বিতরণ,গণসংযোগ করেছে বিএনপি।সোমবার (১লা জানুয়ারী) সকালে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে মুকসুদপুর উপজেলা সদরের সোনালী ব্যাংকের সামনে থেকে বাজার পর্যন্ত ও কাশিয়ানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করে নেতার্মীরা। এছাড়া কাশিয়ানী উপজেলা সদরেও লিফলেট বিতরণ করা হয় বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।
এসময় মিছিলটি ওই সড়কের প্রায় আধাকিলোমিটার এলাকায় প্রদক্ষিণ করে সড়কের দুই পাশে থাকা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও রিক্সা ভ্যান চালকদের হাতে লিফলেট তুলে দেন। এসময় মুকসুদপুর উপজেলা বিএনপির আহবায়ক আঃ সালাম খান, সদস্য সচিব তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভা বিএনপির সদস্য সচিব টুলটু বিশ্বাস, সিনিয়র যুগ্ন আহবায়ক শাহিন মিয়া, বিএনপি নেতা মুন্নু মুন্সী, কাশিয়ানী উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply