কালের খবরঃ
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে গোপালগঞ্জে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন এসব কর্মসূচীর আয়োজন করেছে। শনিবার(২৫ জুন) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বাপ্নিক ও দূর দৃস্টি সম্পন্ন নেতৃত্ব, অপরিমেয় সাহস, প্রজ্ঞা ও দৃঢ়তার প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন করবেন। ঐতিহাসিক এ অর্জনকে স্মরণীয় করে রাখতে গোপালগঞ্জে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে ২৫ জুন সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সরকারী কর্মকর্তা, কর্মচারী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পেশাজীবী, সাংবাদিক, স্কাউট ও সর্বসাধারনের সমন্বয়ে আনন্দ শোভাযাত্রা, সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে অতিথিবৃন্দের আসন গ্রহন ও সকাল সাড়ে ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু উদ্বোধনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান প্রদর্শন ও উপভোগ।
বিকাল ৪টায় স্থানীয় পৌরপার্কে পদ্মা সেতুর উপর ডকুমেন্টরী প্রদর্শনী, সোয়া ৪টায় পৌরপার্কে পদ্মা সেতুর থিম সং পরিবেশনা, সাড়ে ৪টায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে আনন্দ উৎসব, সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে আগত শিল্পীদের অংশগ্রহনে কনসার্ট, রাত ৯টায় লেজার লাইট শো ও আতশবাজি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
২৬ জুন বিকাল ৩টায় পৌরপার্কে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে আনন্দ উৎসব ও সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে আগত কন্ঠশিল্পী ক্লোজআপ ওয়ান তারকা রাজীব ও চ্যানেল আই তারকা ইমরানের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এদিকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগসহ পাঁচ উপজেলা আওয়ামী লীগের প্রায় ২৫/৩০ হাজার নেতাকর্মী অনুষ্ঠান স্থলে যাওয়ার প্রস্তুতি নিয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার জন্য দুই শতাধিক বাস, মিনিবাস, পিকআপ, প্রাইভেটকারসহ প্রায় চারশতাধিক গাড়ী প্রস্তুত করা হয়েছে। নেতা কর্মীরা স্ব স্ব উপজেলা বা এলাকা থেকে অনুষ্ঠান স্থলে রওনা হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply