টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, সারা বিশ্ব আজকে বলছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এখনো যতটুকু বাকি আছে এবারের নির্বাচনে বাংলাদেশের মানুষ পুনরায় গণতন্ত্র, উন্নয়ন, আওয়ামী লীগ ও নৌকার পক্ষে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি।
ফারুক খান আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ে তোলার। তার জীবদ্দশায় তিনি স্বাধীনতা দিয়ে গেছেন। কিন্তু মুক্তির জন্য যখন তিনি কাজ করছিলেন তখন ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করে। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই অর্থনৈতিক মুক্তি অর্থাৎ সোনার বাংলা গড়ার জন্য বাংলাদেশের মানুষ আমরা কাজ করে যাচ্ছি।এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি ও আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি।পরে বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বসার খায়ের, সাধারন সম্পাদক বাবুল শেখ, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম সিকদার, সাধারন সম্পাদক সাইদুর রহমান টুটুল, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply