কালের খবরঃ
কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এম.পি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো সোনার বাংলা গড়ে তোলার। তিনি তাঁর ৭ মার্চের ভাষণে এ কথা বলেছেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এই দিনে আমি সর্বপ্রথম স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।
ফারুক খান আরো বলেন, তিনি (বঙ্গবন্ধু) স্বাধীনতা দিয়ে গেছেন তাঁর জীবদ্দশায়। মুক্তির জন্য যখন কাজ করছিলেন, তখন ষড়যন্ত্রকারীরা তাঁকে হত্যা করে। আজকে শেখ হাসিনার নেতৃত্বে সেই অর্থনৈতিক মুক্তি অর্থাৎ সোনার বাংলা গড়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং সারা বিশ্ব আজ বলছে বাংলাদেশ উন্নয়নের মডেল। সামনে নির্বাচন। উন্নয়ন যতো টুকু বাকী আছে এবারের নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশের মানুষ পুনরায় গণতন্ত্রের পক্ষে উন্নয়নের পক্ষে শেখ হাসিনা পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নৌকার পক্ষে ভোট দিয়ে উন্নয়নের ধারা গণতন্ত্রের ধারা অব্যাহত রাখবেন। এটাই আজকের দিনে আমাদের অঙ্গিকার।
তিনি শনিবার(১৬ ডিসেম্বর)সকাল ১১ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহাম্মদ ফারুক খান, এমপি এসব কথা বলেন।
পরে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা ও ১৯৭১ সালে মুক্তযদ্ধকালীন সময়ে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।এরআগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি ও আবুল হাসনাত আব্দুল্লাহ-র নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাসার খায়ের, সাধারন সম্পাদক মোঃ বাবুল মোল্লা, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম সিকদার, সাধারন সম্পাদক সাইদুর রহমান টুটুল, সহসভাপতি শ্যামল কান্তি বোস,টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply