কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় তাহাজেদ শেখ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়। নিহত তাহাজেদ কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের হামিদ শেখের ছেলে।কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান জানান, উপজেলার খায়েরহাট এলাকায় একটি অজ্ঞাত গাড়ির তাহাজেদ শেখকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখসনে তার মৃত্যু হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply