কালের খবরঃ
গোপালগঞ্জে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপাড়ার খরচ বাবদ আর্থীক অনুদান প্রদান করেছেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।শিক্ষার্থীদের লেখাপড়া খরচ ও ভবিষ্যত শিক্ষাজীবন অব্যাহত রাখার এক আবেদনের প্রেক্ষিতে এসব অনুদান বিতরণ করা হয়। মঙ্গলবার( ১২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম তাঁর অফিস কক্ষে এসব অনুদানের নগদ অর্থ বিতরণ করেন।
জেলা প্রশাসক কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়েছে, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকরা লেখাপড়ার খরচ, একাডেমিক নতুন বই ক্রয়, নতুন শ্রেণিতে ভর্তি এবং ফরম ফিলাপ বাবদ আর্থীক অনুদান চেয়ে আবেদন করেন।
এসব শিক্ষার্থীদের মঙ্গলবার জেলা প্রশাসকের অফিসে ফোন করে ডেকে আনা হয়।পরে জেলা প্রশাসক নিজে তাদের পারিবারিক অবস্থা শোনেন এবং পড়াশোনাসহ সার্বিক খোঁজ খবর নেন।শিক্ষার্থীদের এক স্বাক্ষাৎকারের ভিত্তিত্বে ২০জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে নগদ ৭৫ হাজার টাকা অনুদান হিসেবে বিতরণ করেন তিনি। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নাজমুন নাহার, সহকারী কমিশনার মিডিয়া সেল মোঃ আরিফ হোসেন সহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply