টুঙ্গিপাড়া প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা ২১৭, গোপালগঞ্জ -৩, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া সংসদীয় আসনের জন্য নিযুক্ত নির্বাচনি অনুসন্ধান কমিটির কর্মকর্তা (সিনিয়র সহকারী জজ) মোঃ মেহেদী হাসান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সোমবার (৪ ডিসেম্বর)দুপুরে তিনি শ্রদ্ধা নিবেন করেন।
পরে তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত এর মধ্য দিয়ে নির্বাচনী এলাকায় তার কার্যক্রম শুরু করেন। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচন কমিশনারের নির্দেশনা মোতাবেক সকল ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply