টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মীর সারোয়ার হোসেন চৌধুরী। শনিবার ( ৪ নভেম্বর) দুপুরে তিনি শ্রওদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালে ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাইফুর রহমান,,টুঙ্গিপাড়া সহকারী কমিশনার ভূমি জহিরুল আলম, বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ এর সদস্য শেখ অলিদুর রহমান হীরা ।পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্স এ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বিভিন্ন দর্শনে স্থানসমূহ পরিদর্শন করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply