কালের খবরঃ
শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে গোপালগঞ্জে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গোপালগঞ্জ সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন লিমিটিড এ কর্মসূচী পালন করে।
শনিবার (৪ নভেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় সমবায় ব্যাংক চত্ত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে দিবসটির সূচনা করা হয়। পরে “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে কেন্দ্রীয় সমবায় ব্যাংক চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। জেলা সমবায় ইউনিয়ন লিমিটিডের সভাপতি শেখ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের আহমেদ বক্তব্য রাখেন। এসময় বক্তরা, সমবায়ের মাধ্যমে সকালকে একত্রিত হয়ে কাজ করে স্মার্ট বাংলাদেশ গড়ার আহবান জানান।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply