কালের খবরঃ
গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন এ কর্মসূচীর আয়োজন করে।‘নিজ আঙিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি’ এ প্রতিপাদ্যে রোববার (২৯ অক্টোবর) সকালে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালনক মোঃ আজহারুল ইসলাম।এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিন উদ্দিন, সদর উপজেলা সহবারী কমিশনার ভূমি (এ্যাসিল্যান্ড) শাম্মী কায়সারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রোবার স্কাউটের সদস্যসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।এসময় ডেঙ্গু প্রতিরোধে ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে নানা ধরণের আলোচনা করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply