টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিন প্রার্থী।
শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে এক সাথে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান মানিকগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম জাকারিয়া হানিফ, নরসিংদী-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী এ বি এম আক্তারুজ্জামান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষার করেন। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply