টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবগঠিত ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শনিবার (১৪ অক্টোবর) দুপুরে তারা জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
সময় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু, সাধারন সম্পাদক মোহিত উর রহমান শান্ত, যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক মো. নিয়াজ মোরশেদ,
উপ দপ্তর সম্পাদক শাহানুর আলম শান্ত, সদস্য জয়ন্ত দাস সহ ময়মনসিংহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply