কালের খবরঃ
গোপালগঞ্জে যাথাযথ মর্যাদায় জন্মাষ্টমী পালিত হয়েছে।দিনটি পালন উপলক্ষে গোপালগঞ্জ জন্মাষ্টমী কমিটির উদ্যোগে শহরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।বুধবার(০৬ সেপ্টেম্বর)বেলা ১১ টায় গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি থেকে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের অংশ গ্রহনে একটি শোভাযাত্রা বের হয়। উৎসবমুখর পরিবেশে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।এর আগে গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়িতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও স্থানীয় সরকার বিভাগ, গোপালগঞ্জ এর উপ-পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. অসিত কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে মঙ্গল চন্দ্র বিশ্বাস, অ্যাড. সুনীল কুমার দাস বক্তব্য রাখেন।এছাড়া জেলার কোটালীপাড়া, মুকসুদপুর, টুঙ্গিপাড়া ও কাশিয়ানী উপজেলা সদর ও বিভিন্ন গ্রামের আশ্রম ও মন্দিরে শ্রীকৃষ্ণোর জন্মষ্ঠমী উৎসব পালিত হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply