কালের খবরঃ
গোপালগঞ্জের রসগোল্লাকে জিআই(ভৌগলিক নিদর্শন)পন্য হিসাবে অন্তর্ভুক্তিকরনের লক্ষ্যে ডকুমেন্টেশন এবং আবেদন সম্পন্ন করন করা হয়েছে। জেলঅ প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।সোমবার(২১ আগস্ট)বিকেলে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা ও লিখিত আবেদন হস্তান্তর অনুষ্ঠিত করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বক্তব্য রাখেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (ডিডিএলজি) আজহারুল ইসলাম,
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোহসীন উদ্দিন, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদাউস ওয়াহিদ,বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, প্রসূন মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন।সভায় গোপালগঞ্জ জেলার রসগোল্লাকে জিআই পন্য হিসাবে অন্তর্ভুক্তিকরনের বিষয়ে সিদ্দান্ত গ্রহন করা হয়। এছাড়া জেলার অন্যান্য কোন পন্যকে জি আই পন্য হিসাবে অন্তর্ভুক্তিকরন করার মতো থাকলে আগামীতে তার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হবে বলে সভায় জানানো হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply