কালের খবরঃ
শোকের মাস আগস্টের দশম দিনে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন ঢাকা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ (এমপি) ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।পরে বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগস্ট তাঁর পরিবারের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয় ।
এ সময়, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া,ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান,ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোকন শিকদার,শওকত শাহিন,মাছুদ চৌধুরী,যুগ্ন-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,সিরাজউদ্দিন, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবন্য হাবিবুর রহমানসহ ঢাকা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply