হযরত মুহাম্মদ (সা.)- কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ।
কালের খবরঃ
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতার কটূক্তির প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে ভারতীয় পন্য বর্জনের দাবী জানানো হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গওহরডাঙ্গা মাদ্রাসার উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।
রবিবার (১২জুন) সকালে প্রায় সাড়ে ৩ ঘন্টা ধরে চলা এ কর্মসূচীতে প্রায় ২০ হাজার হাজার মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন। যোগদেন সাধারন মুসর্লীরাও। মানববন্ধন চলাকালে মাওলানা উসামা আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশে মাওলানা ফরিদ আহম্মেদ, মাওলানা জিন্নাত আলি, মুফতি মোঃ মঈন উদ্দিন, মুফতি হাফিজুর রহমান, মুফতি নুরুল ইসলাম, মুফতি মহিবুল ইসলাম, মাওলানা গাউসুর রহমান ও গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ নাসির উদ্দিনসহ ৩০/৪০ জন মুসল্লী বক্তব্য রাখেন।
গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় এ কর্মসূচী। সকাল ১০টায় কর্মসূচী শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টা থেকে কর্মসূচী আরম্ভ হয়। জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মুসল্লী মিছিল সহকারে মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন। প্রায় দুই কিলোমিটার ব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সড়কের বড়বাজার এলাকা থেকে পাঁচুড়িয়া হেলিপ্যাড পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা পুরোপুরি মুসল্লিদের দখলে ছিল। এসময় জেলা শহরের বেশ কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তীতে পড়েন সাধারণ মানুষ।
সমাবেশে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদ জানান এবং তাদের শাস্তির ফাঁসির দাবী করেন। পাশাপাশি ভারতীয় পন্য বর্জনেরও দাবী জানান তারা। পরে দোষী বিজেপি নেতার কুশ পুত্তলিকা দাহ করা হয়। অনুরুপ কর্মসূচী জেলার অন্যান্য উপজেলা গুলোতেও পলিত হয়েছে।
এদিকে, গত শনিবার (১১জুন) সন্ধ্যায় বাবু দাশ গুপ্ত (৪০) নামে এক ব্যাক্তি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় কোটালীপাড়া উপজেলা সদরে তার শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাবু দাশ গুপ্ত কোটালীপাড়া উপজেলার ডহর পাড়া গ্রামের শুনীল দাশ গুপ্তের ছেলে। এ ঘটনায় কোটালীপাড়া থানা পুলিশ বাবু দাশ গুপ্তের ভাই সুমান দাশ গুপ্তকে আটক করেছেন। তবে বাবু দাশ গুপ্ত পলাতক রয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান বলেন, কোটালীপাড়ার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য বাবু দাশ গুপ্তের ভাই সুমান দাশ গুপ্তকে আটক করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীকে গ্রেপ্তারের টেষ্টা চলছে।
Exif_JPEG_420
এদিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বাবু দাস গুপ্ত ফেসবুকে মহানবীকে অশ্লীল ভাষায় গালি দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইমাম মোয়াজ্জেন ঐক্য পরিষদ। এদিন সকালে মুকসুদপুর সদর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টেংরাখোলা ফাজিল মাদরাসায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওলানা মোশারফের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইমাম মোয়াজ্জেন ঐক্য পরিষদ এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ,কোটালীপাড়া ও মুকসুদপুর উপজেলায় কর্মসূচী স্থল এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কর্মসূচি ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলো।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply