কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন বিদ্যালয়ে ক্রীড়াসামগ্রী এবং আসবাবপত্র বিতরণ করা হয়েছে।
শনিবার ( ১১জুন)বিকেলে পিঞ্জুরী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫জন দরিদ্র নারীর মাঝে ১৫টি সেলাই মেশিন, ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী ও আসবাবপত্র বিতরণ করেন। এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ডিস্ট্রিক ফেসিলেটর মোহাম্মাদ রোকুনুজ্জামান, পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, শিক্ষক নিহার রঞ্জন বারুরী, এফ এম বিল্লাল হোসেন, মোঃ মাহাদী বিল্লাহ, তাওহীদুল ইসলাম, ওসিকুর রহমান হাওলাদার উপস্থিত ছিলেন। #
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply