কালের খবরঃ
র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, র্যাব একটা আস্থা ও নিরাপত্তার প্রতীক। দেশের মধ্যে কেউ কোন সন্ত্রাসী কর্মকান্ড করে লুকিয়ে থাকলে র্যাব প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহার করে তাকে যে কোন ভাবে খুঁজে বের করতে সক্ষম। আমাদের চোখ ফাঁকি দেয়ার কোন সুযোগ নাই। যেহেতু ৭ টা সংগঠন নিয়ে আমরা চলি আমাদের উপর স্যাংসান আসুক বা ষড়যন্ত্র হোক না কেন র্যাব কারো রক্তচক্ষুকে ভয় পায় না। যে কোনো জায়গায় যে কোন লোকের গায়ে হাত দেয়া র্যাবের কাছে কোন বিষয় না-এটা প্রমাণিত সত্য।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় রেলওয়ে মাঠে র্যাব আয়োজিত মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, র্যাবকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক ও জঙ্গীবাদের উপর জিরো টলারেন্স দিয়েছেন। যেখানে কোন ছাড় নেই। তারপরেও আমরা মাদকের সাথে পারছি না। কারণ সমাজের সকল শ্রেনী পেশার মানুষ মাদক যেমন সেবন করছে তেমন ব্যবসা করছেন। এমন অবস্থা তৈরী হয়েছে আমি যে বাহিনীর কথা বলছি সে বাহিনীর সদস্যরা মাদক সেবন করছে। যাদেরকে আমরা চাকরিচুত্য করেছি।
তিনি আরো, র্যাবের বিরুদ্ধে দেশি বিদেশী অনেক ষড়যন্ত্র চলছে। আমি আসার পর বলেছি এই স্যাংসান নিয়ে চিন্তা করি না। স্যাংসান নিয়ে সেই ভাববে যার আমেরিকায় রিয়েল স্টেটের ব্যবসা আছে, যে টাকা পাচার করছে। আমাদের টাকাও নেই, রিয়েল স্টেটের ব্যবসাও নেই তাই এ নিয়ে চিন্তাও করি না। র্যাবকে ভয় দেখিয়ে কোন লাভ নেই। আমারা কাজ করবো দেশের জন্য, মানুষের জন্য।
র্যাব-৬ এর পরিচালক লে. কর্ণেল মো. ফিরোজ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্ণেল মো. মাহাবুব আলম, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবু আলী খান প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর আড়াইটায়,র্যাব মহাপরিচালক ভাটিয়াপাড়ায় র্যাব-৬ এর নতুন ক্যাম্প উদ্বোধন করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply